শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শাহজাদপুর সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট ( বাসদ) এর উদ্দ্যোগে ২৭ মে ২ রা জুন পর্যন্ত কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের ডাকে দাবি সপ্তাহর অংশ হিসেবে শাহজাদপুরে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে । শুক্রবার(৩০মে) বিকেলে পৌর এলাকার মনিরামপুর বাজারে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয় । প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বাসদের সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন,কমরেড কবীর আজমল বিপুল, রুনা লায়লা, নওশের , সুমাইয়া খাতুন, ফরহাদ, চান্নু প্রমুখ । মানবন্ধনে বক্তারা বলেন,উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দের দাবিতে এবং ক্ষেত মজুরদের জন্য রেশনিং ব্যাবস্থা, মেডিক্যাল কার্ড সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন ।
Post Views: 34