১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

শিক্ষক সমিতির সভাপতি গোলাম মওলা সম্পাদক ইকবাল

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি সাঁথিয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন/২২ উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্য্লায়ে গত কাল ৯ফেব্রয়ারী বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি সৈয়দ গোলাম মওলা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নির্বাচিত হন।

উক্ত সম্মেলনে নির্বাচন পুর্ব অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি আলহাজ সিরাজ উদ দৌলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় উদ্বোধন করেন পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ   আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন,  সদস্য মোস্তাফিজুর রহমান রবি, মতিয়ার রহমান, জেলা সমিতির সম্পাদক আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক জামশেদ আলী, উপজেলা কমিটির সভাপতি আজিবর রহমান প্রমুখ। ২য় অধিবেশনে সদস্যদের প্রতেক্ষ ভোটে সোনাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম মওলা সভাপতি ও বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন সপ্তম বার সাধরণ সম্পাদক নির্বাচিত হন।