ইছামতিনিউজ২৪ডেস্কঃ
করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, কওমি মাদরাসা ছাড়া সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অগাস্ট চলমান ছুটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে অভিভাবক ও বিশেষজ্ঞ মহল থেকে মতামত আসছিলো।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৭ মার্চ স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে।
Post Views: 12