,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:বাংলাদেশ জামায়েতে ইসলামীব সহকারী সেক্রেটারী ও বগুড়া অঞ্চলের টিম প্রধান মাো: রফিকুল ইসলাম খান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা, গুম ও জেলে দিয়েছে নিজেদের ক্ষমতা পাকাপক্ত করতে। জামাযাতের শীর্ষ নেতাদের প্রহসনের বিচারের নামে ফাঁসী দেয়া হয়েছে। তারা বিচারের ভয়ে পালিয়ে যায়নি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা ভালো কাজ করেছেন, তাহলে পালালেন কেন?
জামাযাতের সাবেক আমীর মাও: মতিউর রহমান নিজামীর শাহাদত বার্ষিকী উপলক্ষে ১১ মে রবিবার বিকালে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
রফিকুল ইসলাম খান আরো বলেন, সংস্কার করে আগে স্থানীয় ও পরে জাতীয় নির্বাচন করতে হবে। দেশের ১৮ কোটি মানুষ সিদ্ধান্ত নিবে কারা এ দেশ চালাবে। তিনি প্রশ্ন রাখেন এখনও কেন জামায়াতের নিবন্ধন ও প্রতিক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেয়া হলো না। বিগত শেখ হাসিনা সরকার বাংলােদশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। এ টাকা বতর্মানে যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের ফেরত আনতে হবে এবং পাচার কারীদের বিচার করতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জামায়াত কে নিশ্চিহৃ করতে বিচারের নামে তামাশা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা স্বাক্ষী, মিথ্যা তদন্ত ও মিথ্যা বিচারক ঠিক করা হযেছিল। বিচারের নামে এটা ছিল রাজনৈতিক হত্যা কান্ড। যারা এ বিচার কার্যে জড়িত ছিল তাদের বিচারের দাবি জানান তিনি।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুর গাফফার খান, কেন্দ্রীয় শূরার সদস্য আব্দুল বাসেত খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ। পরে ব্যারিস্টার নাজিবর রহমান মোমেন দোয়া পরিচালনা করেন।
সাঁথিয়া বেড়ার বাংলাদেশ জামায়াতইসলামীর নেতা কর্মী ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: 96