৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন তৈরী করতে শিক্ষক ও অভিভাবকদের আহবান -টুকু এমপি

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক টুকু এমপি বলেছেন সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন তৈরী করতে শিক্ষক ও অভিভাবকদের আহবান জানান।  উগ্রমেীরবাদের নামে দেশে জঙ্গির উৎথান ঘটাতে চায় জামায়াত-বিএনপি। মুক্তিযোদ্ধার চেতনার শক্তিকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে হবে। তারা উগ্রপ্রন্থীদের লেলিয়ে দিয়েছে যাতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী না আসে। এ উগ্রবাদীরা যাতে সাঁথিয়া-বেড়ার হিন্দুদের উপর হামলা করতে না পারে সে দিকে নেতা কর্মীদের সজাক থাকতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। গতকাল বুধবার (২৪ মার্চ) বেলা  ১১টায় উপজেলার ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবু ইউনুসের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আঃ রাজ্জাকের পরিচালনায় বক্তব্য দেন ভাষা সৈনিক একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলায়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, অধ্যাপক ডাঃ আবু সাইদ, আ’লীগ নেতা হাসান আলী, আঃ মালেক প্রমুখ। এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ের তিন তলা ভবনের উদ্বোধন করেন।##