১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় ইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ৩ নং কেন্দ্র আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজে নকলের দায়ে এইচএসসি পরীক্ষা একলাস হোসেন নামের ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। সে কেন্দ্রের বিএমটি শাখার ছাত্র রোল নং ৬৮৯৬৯৯।
জানা যায়, মঙ্গলবার(১ জুলাই) সকালে কম্পিটার অফিস এপ্লিকেশন-২ পরীক্ষা চলাকালে নকলের দায়ে জেলা সদর থেকে আসা ম্যাজিষ্ট্রেট তাকে বহিষ্কার করেন।
কেন্দ্র সচীব আব্দলা হেল আল মাহমুদ সত্যতা স্বীকার করে বলেন ওই পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছে।