৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে সাঁথিয়া ইসলামী ব্যাংক শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(মঙ্গলবার ০৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে ও মাও, আব্দুস সালামের পরিচালনায় পৌর সদরের ইসলামী ব্যাংক মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সাঁথিয়া শাখার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরের বিশেষ অঞ্চলের লোকদের অবৈধ নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। এস আলম গ্রুপ কর্তৃক বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ডক্টর আব্দুল্লাহ, নজরুল ইসলাম, কামাল পাশা, হাসান আলীসহ বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।