১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় খাজা খাওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

শেয়ার করুন:

উজ্জ্বল হোসেন, সাঁথিয়া (পাবনা)সংবাদদাতা: পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে খাজা খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে রনি নামে ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১২। আটককৃত আসামীকে আজ শুক্রবার সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে র‌্যাব।

জানাযায়, গত ১ জুলাই বিকালে কাশিনাথপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে মোঃ রনি(৪০) এর দোকানে একই গ্রামের পাঁচ বছরের দুই শিশু খাজা কিনতে যায়। এসময় দোকানদার রনি শিশু দুজনকে খাজার লোভ দেখিয়ে পাশ্ববর্তী ঘরের মধ্যে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুরা বাড়িতে ফিরলে তাদের শরিরীক অসুস্থাতা বুঝতে পারে পরিবারের সদস্যরা। পরে তারা স্বজনদের নিকট ঘটনা প্রকাশ করে। এঘটনায় ২ জুলাই শিশুর নানী আমেনা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন ২০০০ দমন এর ৯(১) এর ধারায় মামলা করেন। যার নং১।
এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০ ঘটিকায় র‌্যাব-১২ অভিযান চালিয়ে সুজানগরের দাড়িয়াপুর গ্রাম থেকে ধর্ষক রনিকে আটক করে।
৪ জুলাই (শ্রক্রবার) দুপুরে র‌্যাব দুই শিশু ধর্ষণ মামলার আসামী রনিকে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ দর্শক রনিকে শুক্রবার পাবনা জেল হাজতে প্রেরণ করে।
সাঁথিয়া থানার এস আই শামসুল আলম জানান, শিশু ধর্ষন মামলার আসামী রনিকে র‌্যাব আটক করে আমাদের কাছে শুক্রবার হস্তান্তর করেন। আমরা যথাযথ নিয়ম মেনে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করেছি।