১১ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৬শে কার্তিক, ১৪৩২🔻 ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় চাদাবাজী করতে গিয়ে খেলনা পিস্তলসহ হাতেনাতে ২ যুবক আটক

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর বাজারে চাউল ব্যবসায়ীর কপালে খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা চাঁদাবাজী করতে গিয়ে জনতা হাতেনাতে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডিরিয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে সুজন(২২) ও বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন(২০)।
জানাযায় সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে উপজেলার কাশিনাথপুর বাজারে চাউল পট্রির খান রাইচ মিলের মালিক সামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা চাঁদা আদায় করতে গিয়ে জনতা হাতেনাতে ২ চাঁদাবাজকে আটক করে। পরে ২ চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় সাঁথিয়া থানায় দ্রুত বিচায় আইনে মামলা হয়েছে।
সাঁধিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঘটনারটি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় উপস্থিত জনতা জাঁদাবাজীর অভিযোগে ২যুবককে আটক করে থানা পুণিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।