১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় চা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ৭

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় চা খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে মহিলানহ ৭ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) সন্ধ্য্যায় উপজেলার গৌরীগ্রাম দক্ষিন পাড়ায় আলাউদ্দিনের চায়ের দোকানে।আহতদেরকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায় উপজেলার গৌরীগ্রাম দক্ষিণপাড়ায় আলাউদ্দিনের হ্রয়র দোকানে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় একই মহল্লার রহমানের ছেলে পলাশ চা খেতে যান। চায়ের দোকানদার আলাউদ্দিন চা তৈরী করে পলাশকে দেন। উক্ত চায়ের কাপের মধ্যে মশা পড়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে চা ফেলে দেয়। এ নিয়ে দোকানদারের সাথে পলাশের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপই সংঘষে লিপ্ত হয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের মজনু (৪৫), সাব্বির (২৫), পলাশ (২৫), আলা উদ্দিন (২৫), শফিকুল (২৫), জহুরুল(৩৫), জয়নুব খাতুন (৪৫) আহত হয়। আহতদেরকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষই সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান জানান,সাঁথিয়ার গৌরীগ্রাম দক্ষিন পাড়ায় আলা উদ্দিনের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে খবর পেয়ে পুলিশ পাঠানের হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।