সাঁথিয়া উপজেলার আফড়া বাদালিয়াপাড়া গ্রামে চুরির দায়ে সালিসি বৈঠকের রায়ে দুই যুবককে এভাবেই জুতার মালা পরিয়ে ঘুরানো হয়। করমজা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর লুকমান সরদারের বাড়ির ওপর বুধবার (২৩ এপ্রিল) এ সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। লুকমান মেম্বর সহ স্থানীয় কয়েকজন মিলে এ সালিস পরিচালনা করেন। এব্যাপারে লুকমান মেম্বর বলেন, শাস্তিপ্রাপ্তরা দুজনে আপন ভাই। জুতার মালা পরিয়ে ঘুরানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভায়রাল হয়।
এদিকে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয় মেম্বর ও অন্যরা এভাবে কাউকে শাস্তি দিতে পারেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে…..
Post Views: 76