সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ ” মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য বিরোধী সমাজ গড়ি” প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/২৫- উদযাপন উপলক্ষে সাঁথিয়া প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ মে শনিবার সাঁথিয়া হাসপাতাল কনফারেন্স রুমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ,সাঁথিয়া থানার কর্মকর্তা সাইদুর রহমান, সাঁথিয়া উপজেলা জামাযাতের আমীর মাওলানা মোখলেসুর রহমান,সাধারণ সম্পাদক সরকারি অধ্যাপক আনিসুর রহমান,সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্ধে,সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ পৌর আমীর হাফেজ আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।