১৬ই নভেম্বর, ২০২৫ 🔻 ১লা অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ (শনিবার ০১ নভেম্বর) সকাল ১১ টার দিকে সমবায় দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পর‌্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে সমবায় কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, কজুমার এসোসিয়েনের সাঁথিয়া শাখার সভাপতি জয়নুল আবেদিন রানা,সোলঙ্গী সমবায় সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।