সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনা সাঁথিয়ায় কোরবানি ঈদকে সামনে রেখে গরুর হাটে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার ২৫ মে) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
আরো বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সহকারী পরিচালক শাহিনুর আলম, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন সহ আরো অনেকে উপস্থিতি ছিলেন।
Post Views: 23