সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায় পাবনার গোযেন্দা পুরিশ অবিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করে ডিবি পুলিশ।
জানাযায়, গত১৭ জুন বিকাল চার ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই বেনু রায়, এবং এস আই অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স সহ পাবনা জেলার সাঁথিয়া থানাধীন পাটগাড়ী বাসষ্ট্যান্ডে অভিযান চালান।
অভিযানে কক্সবাজার হতে ছেড়ে আসা পাবনা গামী শ্যামলী বাস পাটগাড়ী বাস টার্মিনালে থামিয়ে বাসে থাকা দুই মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৪,০০০(চারহাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইফুল ইসলামের ছেলে আব্দুল ওয়াহিদ (২৩) ও পাবনার আমিনপুর থানার আহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ (৩৫)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।