সাঁথিয়া প্রতিনিধিঃপাবনার সাঁথিয়ায় পাবনা -ঢাকা মহাসড়কে দুই যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ৫০ জন আহত হয়েছে। দুই ঘন্টা গাড়ী চলাচল বন্ধ। মাধপুর হাইওয়ে থানা ও আতাইকুলা থানা পুলিশের সহায়তায় ক্রেন এনে দুর্ঘটনার বাস সরিয়ে চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি উপজেলার পুটিগাড়া নসমক স্থানে বুধবার বিকাল ৫ টার দিকে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা গামী অভি ট্রাভেল্স ও পাবনা থেকে আসা ঢাকা গামী উত্তরা বাসে উক্ত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের মেডিক্যালে পেরন করা হয়েছে। রাস্তার উভয় পাশে গাড়ীর যানজটের হয়। পাবনা থেকে ক্রেন এনে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
Post Views: 46