১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) :সংবাদদাতা:
পাবনা সাঁথিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী, মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নুরে আলম, কৃষি সম্প্রসারন অফিসার জুনায়েদ আল সাদি, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা সহ বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ও কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সেমিনারে উপজেলার প্রান্তিক কৃষকরা অংশ গ্রহণ করেন।