৮ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৩শে কার্তিক, ১৪৩২🔻 ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় প্রতিবন্ধীর আত্মসাৎ করা ভাতার টাকা উদ্ধার করলেন ইউএনও

শেয়ার করুন:

মনসুর আলম খোকন, সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পৌর কমিশনার কর্তৃক আত্মসাৎকৃত প্রতিবন্ধীর ভাতার টাকা উদ্ধার করে আজ বুধবার (২২ অক্টোবর)  ভাতাপ্রাপক প্রতিবন্ধীর হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

ইউএনও রিজু তামান্না জানান, সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ রকিবুল ইসলাম প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করেছে মর্মে একটি অভিযোগ আমার দপ্তরে আসে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) অভিযোগটি করেন চককোনাবাড়িয়া গ্রামের রাজিব হোসেনের স্ত্রী রোকসানা খাতুন। তার প্রেক্ষিতে বিষয়টি শুনানী হয়। 

শুনানিতে অভিযুক্ত রকিবুল ইসলাম স্বীকার করে যে গত এক বছর যাবৎ ভাতার টাকা তার ছেলের নগদ নাম্বারে জমা হয়েছে। তার ছেলে সেই টাকা আত্মসাৎ করেছে বলে স্বীকার করে সে এবং ক্ষমা চায়। শুনানি শেষে প্রতিবন্ধীর দুই কিস্তির টাকা ভুক্তভোগীকে ফেরত দেয়া হয়।