সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল মঙ্গলবার রাত ১ টার দিকে পৌরসভার দক্ষিণ বোয়ালমারী এলাকায় গাজিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
গাজিউর রহমানের বাড়িতে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ১ টার দিকে ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি, বাক্স, ওয়ারড্রবের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
গাজিউর রহমান ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে বলেন, আমরা থানায় অভিযোগ দিয়েছি।পুলিশ এসে আমাদের বাড়ির অবস্থা দেখে গেছে। আমরা চরম আতঙ্কে আছি।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ২৯ এপ্রিল সন্ধ্যায় বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Post Views: 94