১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় ব্যাটারী পোড়ানো ফ্যাক্টরীর ধোয়ায় ৫০ একর ধান নষ্ট

শেয়ার করুন:

পাবনার সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া মাঠে ব্যাটারী ফ্যাক্টরী স্থাপন করায় বিষাক্ত ধোয়ায় ৫০ একর বোরো ধান নষ্টের অভিযোগ কৃষকের। উপজেলা প্রশাসনের অভিযানে জরিমান আদায় ও কারখানা বন্ধের নির্দেশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন। কারখানাটি উচ্ছেদের দাবি কৃষকদের।
জানাযায় গত ২৩ এপ্রিল সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়ীয়া মাঠে ধানের শীষ কালো হওয়ার বিষয়ে উপজেলা কৃষি অফিসকে স্থানীয় কৃষকরা সংবাদ দেন। সংবাদ পেয়ে উপজেলা কৃষি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)সহ একটি টিম ঐদিনই সরেজমিনে মাঠ পরিদর্শন করেন। মাঠ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা হয় যে, বোরো ধানের জমিতে যে, শীষ কালো হয়ে ক্ষতি হয়েছে তা কোন ধরনের প্রাকৃতিক বিপদ বা রোগ বালাইয়ের জন্য নয়। পরে পর্যবেক্ষণকারী টিম সন্ধ্যান পায় বহলবাড়ীয়ায় বোরো ধানের মাঠ সংলগ্ন অবৈধ(এম অ্যান্ড এস ইলেকট্রোকেমিক্যাল) ব্যাটারী ফ্যাক্টরীর। এ ব্যাটারী ফ্যাক্টারী থেকে নির্গত উত্তপ্ত ও বিষাক্ত রাসায়নিক ধোঁয়ায় সৃষ্ট পরিবেশ বিপর্যয় ও ফসল নষ্ট হয়েছে। পর্যবেক্ষণ টিমের সদস্য উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী জানান, (এম অ্যান্ড এস ইলেকট্রোকেমিক্যাল) ফ্যাক্টারীতে পুরাতন ব্যাটারী পুরিয়ে সিসা তৈরি করা হতো। ফ্যাক্টারী থেকে গরম উত্তপ্ত রাসায়নিক ধোয়া ফসল ও পরিবেশের ক্ষতি করে থাকে। ফ্যাক্টারীটি বন্ধ করার পরে ধানের আর কোন ক্ষতি চোখে পড়ে নাই। এসময় ব্যাটারী ফ্যাক্টারী বন্ধ করে দেয়া হয় ও মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলার বহলবাড়িয়া গ্রামের কৃষক নুরুল ইসলাম, আব্দুল মাজেদ ও রাজাপুর গ্রামের জয়নুল আবেদীন জানান,অবৈধ ব্যাটারী পোড়ানো ফ্যাক্টারির বিষাক্ত ধোয়া ও এডিস মিশ্রত পানি মাঠের জমির ব্যাপক ক্ষতি সাধারণ করছে। উত্তাপ্ত ধোয়ার কারণে ধানের শীর্ষ কালো চিটা হয়ে পড়ছে একরের পর একর জমির ধান। এডিস মিশ্রিত পানির কারণে মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে। মাঠে কাজ করার কারণে এ এসিড পানিতে কৃষকের শরিরে নানা রোগ দেখা দিচ্ছে। কৃষকরা অতি দ্রæত সময়ে ব্যাটারী পোড়ানো ফ্যাক্টারিটি উচ্ছেদের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।এদিকে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে তাৎক্ষণিকভাবে অবৈধ অনুমোদনবিহীন ব্যাটারী পোড়ানো কারখানা, বোরো ধানের মাঠ পরিদর্শন এবং কৃষকদের সাথে মতবিনিময় করতে আসেন ধান গবেষণা ইন্সটিটিউট এর উচ্চপদস্ত বিজ্ঞানীবৃন্দ, ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং অবৈধ ব্যাটারী ফ্যাক্টরী (এম অ্যান্ড এস ইলেকট্রোকেমিক্যাল) পরিদর্শন করেন। পরিদর্শন টিমের সকল সদস্যরা জানান অবৈধ ও অনুমোদনবিহীন ব্যাটারী ফ্যাক্টরী থেকে নির্গত উতপ্ত ও বিষাক্ত রাসায়নিক ধোঁয়ায় সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারনে বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে পরিদর্শন রিপোর্ট কৃষি মন্ত্রনালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর প্রেরণ করা হয়। কারখানাটি স্থায়ীভাবে বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে লিখিত ভাবে পত্র প্রেরণ করেন।, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলা কৃষি অফিসকে স্থানীয় মাঠের বোরো ধানের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত ও সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ প্রদানের নির্দেশ প্রদান করেন।