সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ সাঁথিয়ায় মহান মে দিবস/২৫ উপলক্ষে পাবনা মটর শ্রমিক ইউনিয়ন সাঁথিয়া উপজেলা শাখা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া বাস স্ট্যান্ড থেকে পাবনা মটর শ্রমিক ইউনিয়ন সাঁথিয়া শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে বাস স্ট্যান্ডে পাবনা মটর শ্রমিক ইউনিয়নের সাঁথিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন মটর মালিকের পক্ষে আব্দুল আল মামুন শরিফ, রুবেল হোসেন, শ্রমিক নেতা মজিবুর রহমান প্রমুখ।
অপরদিকে বুধবার (১ মে) সকাল ১০টার দিকে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে একটি র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার র্যালিতে তাঁত, দর্জি, ডেইরি, ওয়াকশপ, পোল্ট্রি, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।