১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় রেল স্টেশনে ভাংচুর, মাস্টারকে মারপিটের অভিযোগ

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়ার রাজাপুর রেলস্টেশনে ভাংচুরের ঘটনা ঘটেছে। স্টেশনের টিকেট কাউন্টার মাস্টারকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় বকাটাদের বিরুদ্ধে।

জানাযায়, গত ৮ জুন সন্ধ্যার পরে রাজাপুর রেল স্টেশনে সামান্য পাড়া গ্রামের সাথে রাজাপুর গ্রামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে ওই দিনই রাত ১১টার সামান্য পাড়ার গ্রামের মৃত আলহাজ আতাহার আলীর ছেলে মহির উদ্দিন (৪৮) ও জহির উদ্দিন (৪৫) দেশিয় অস্ত্র নিয়ে রেল স্টেশনের কাউন্টার ভাংচুর চালায়। হামলাকারীরা এ সময় লোহার রড় দিয়ে কাউন্টার মাস্টার সুজন আলীকে মারপিট করে আহত করে।
এ ঘটনায় ৯ জুন রাতে সুজন আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্য সংঘর্ষ লাগে। সামান্য পাড়ার গ্রুপ দ্বিতীয় দফায় রাজাপুর গ্রামের লোকজনকে না পেয়ে স্টেশনে হামলা করে বলে স্থানীয়রা জানান।
রেল স্টেশনের কাউন্টার মাস্টার সুজন আলী জানান, আমার সাথে কোন পক্ষেরই দ্বন্দ্ব নেই। আমি এখানে চাকরি করি।কোন কারণ ছাড়াই অর্তকিত আমার উপর হামলা করা হয়।