সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় গতকাল শুক্রবার (১৭ আক্টেবর) হাড়িয়াকাহন হাফিজিয়া মাদরাসার ও এতিমখানার উদ্বোধন করেন বোয়ালমারী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহাতব উদ্দিন বিন মসির।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন খান, জমিদাতা আলহাজ্ব আব্দুস কদ্দুস প্রামানিক, হাড়িয়াকাহন দাখিল মাদরাসার সুপার আনিসুর রহমানসহ এলাকার গণমান্য ব্যাক্তিবগ।
উদ্বোধন শেষে দেশ,জাতি ও প্রতিষ্ঠানের কল্যণ কামণা করে দোয়া পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহাতব উদ্দিন বিন মসির।
Post Views: 52







