২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ার এটিএম বুথে গ্রাহকদের উপচে পড়া ভিড়

শেয়ার করুন:

উজ্জ্বল হোসেন,সাঁথিয়া: ঈদুল আযহার লম্বা ছুটিতে এখনও বন্ধ রয়েছে ব্যাংক লেনদেন। ব্যাংক বন্ধ থাকায় লম্বা লাইন পড়েছে পাবনার সাঁথিয়ার বিভিন্ন এটিএম বুথে। ঈদের পর থেকেই এটিএম বুথে টাকা না থাকায় হয়রানীর স্বীকার হচ্ছে গ্রাহকরা। খোঁজ নিয়ে জানা গেেছ নাড়ীর টানে বাড়িতে আসা গ্রাহকদের নগদ টাকা ফুরিয়ে যাওয়ায় সোমবার থেকেই গ্রাহকরা তাতের স্ব স্ব এটিএম বুথে ছুটছিল। টাকার ব্যাপক চাহিদা থাকায় তা মুহুর্তের মধ্যে শেষ হয়ে যায়। কোথাও কোথাও বুথে টাকা থাকলেও সেখানে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকরা দ্রুত টাকা পেতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটা ছুটি করতে দেখা যায় টাকা প্রত্যাশীদের। উপজেলার রঘুরামপুরের আব্দুল কদ্দুসের ছেলে দেলোয়ার হোসেন। তিনি চাকরি করেন পল্লী বিদ্যুত অফিসে চট্রগ্রামে। তিনি জানান, বুধবার সাঁথিয়া সদরের ডাচ বাংলা ব্যাংকের বুথে গেলে সেখান থেকে জানান বুথে টাকা নেই। সদরের বুথে টাকা না পেয়ে উপজেলার কাশিনাথপুর ডাচ বাংলা ব্যাংকের বুথে লাইন দিয়ে দাঁড়াই। কিছুক্ষণ পর জানান এখানেও টাকা নইে। বৃহস্পতিবার সকালে তিনি টাকা পান বলে জানান। এদিকে কাশিনাথপুরে ইসলামী ব্যাংকের ও যমুনা ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এই দুই বুথে টাকা না থাকা তা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাশিনাথপুরে সরেজমিনে গেলে দেখা যায় ডাচ বাংলা ব্যাংকের বুথে গ্রাহকদের উপচে পড়া ভিড়। টাকা তোলার জন্য গ্রাহকরা লম্বা লাইন ধরেছে। তারা জানান, এটিএমে টাকা আছে তবে ভিড়ের কারণে গরমের মধ্যে কষ্ট হচ্ছে। তবে ইসলামী ব্যাংক ও যমুনা ব্যাংকের বুথ বন্ধ পাওয়া গেছে। বুথে টাকা নাই বলে তা বন্ধ রাখা হয়েছে বলে জানান স্থানীয়রা।