১২ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৭শে কার্তিক, ১৪৩২🔻 ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ার কাশিনাথপুরে খান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর খান মার্কেটে অবস্থিত খান ক্যাফে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষনায় রেস্টুরেন্টে ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ।
আগুনের তীব্রতায় দোকানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পডলে আতঙ্ক সৃষ্টি হলে স্থানীয়রা দিক-বেদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
খান ক্যাফে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম খান জানান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর লাইনম্যানের অদক্ষতা ও অসাবধানতার কারণে বিদ্যুৎ সংযোগস্থল থেকে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ।
কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটেছে।এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি।