সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ বিএনপি ও জামায়াত শিবিরের ৭ কর্মীকে আটক করেছে। বুধবার (১৬ ডিসেম্বর) থানার বনগ্রাম বাজার থেকে মিছিল করার সময় তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা যায় বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ৪০/৪৫ জামায়ত শিবির ও বিএনপির নেতা কর্মীরা বনগ্রাম বাজারে বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ মিছিল বের করে। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও জনতা ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করে। আটককৃতরা হলো মহির উদ্দীন শিবির কর্মী, মিশকাত শিবির, রবিউল ইসলাম শিবির, হাফিজুল জামায়াত, সোলায়মান বিএনপি, জিয়াউল যুবদল ও ওয়ালিদ ছাত্রদল কর্মী। এসময় বাঁশের লাঠি ও কাঠের বাটাম উদ্ধার করা হয়। পুলিশ আটককৃতসহ ১৫ জনের নামে মামলা করে। মামলা নং ৬। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মহিউদ্দিন বলেন, পলাতক অন্যদের আটকের চেষ্টা চলছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, আটককৃতদের বুধবারই মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।###