সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ’সাঁথিয়ার ইতিহাস” গ্রন্থের প্রকাশনা উৎসব মঙ্গলবার(১৫ ডিসেম্বর) সাঁথিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে বইটির সহ-সম্পাদক মিজান খন্দকারের উপস্থাপনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরও বক্তব্য রাখেন সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সাঁথিয়ার ইতিহাস গ্রন্থের লেখক ড. আশরাফ পিন্টু। মূল আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আলিম। পরে প্রধান অতিথি বইটির মোড়ক উম্মেচন করেন। #
Post Views: 18