১৭ই জুন, ২০২৫ 🔻 ৩রা আষাঢ়, ১৪৩২🔻 ২০শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ার ঐতিহ্যবাহি ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুক্রবার থেকে শুরু

শেয়ার করুন:

আবুসামা-ঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাঁথিয়ার ঐতিহ্যবাহি ইছামতি নদীতে ১৮ সেপ্টেম্বর(রোজ শুক্রবার) থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২০ শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. শামসুল হক টুকু এমপি। সাঁথিয়া পৌর সভা আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেড়া পৌর মেয়র আলহাজ¦ আব্দুল বাতেন এবং সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারসহ রাজনীতিবিদ ও সুধীজন। দীর্ঘ দিন ধরে ইছামতি নদীতে প্রতি বছর আনন্দঘন পরিবেশে উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাঁথিয়া পৌর মেয়র এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিযোগিতাকে ঘিরে আনন্দ প্রিয় মানুষের মিলন মেলা বসে নদীর দু’পারে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদী পাড়ে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। বাংলার ঐতিহ্য নৌকাবাইচকে সামনে রেখে নৌকা সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে। এ প্রতিযোগিতা উপলক্ষে অনেকেই এলাকা ভিত্তিক বাইচের নৌকা প্রস্তুত শেষ করেছে। এখন শুধু তারা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক বলেন, ঐতিহ্যবাহি নৌকা বাইচকে কেন্দ্র করে ইতো মধ্যে বিভিন্ন প্রস্তুতি শেষ করা হয়েছে। গ্রামের মানুষ আনন্দ প্রিয়। তারা একটু আনন্দ চায়। আগে নদী, বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখা যেত। এখন তেমন এ প্রতিযোগিতা চোখে পড়ে না। সাঁথিয়াবাসীকে একটু আনন্দ দিতেই আমার এ চেষ্টা। যা আজ পাবনা জেলার সকল শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।