সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ের নির্বাচন সামনে রেখে উত্তাপ ছাড়াচ্ছে নির্বাচনী মাঠ। সোমবার সন্ধ্যায় সোনাতলা বাজারে নৌকা প্রর্থী হারুন অর রশিদের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ এর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোনাতলা বাজারে আনারস মার্কার নিবার্চনী অফিস ভাংচুর, পোস্টার ছিড়ে চেয়ার-টেবিল নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রর্থী হাফিজ জানান, হারুন উপস্থিত থেকে দলবল সাথে নিয়ে আমার সমথর্কদের বাড়ী-ঘর,দোকান ভাংচুর করেছে। এসময় সোনাতলা মধ্যে পাড়া আমার সমর্থক আব্দুল বারেক,জলিল শাহ,ইউসুফ,সবুজ মিয়া,মোক্তার শাহ,আওয়াল,জানু,আমানত শাহ,রতন,জাহাঙ্গীর,সহ অনেক এর বাড়িতে হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত।আহতদের এলাকাবাসী বাসী উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত’রাহলেন,শহিদুল,মকুল,রাজু,আমিরুল,শান্ত,তানসেল,রবিউল,সহ আরো অনেকে।হামলার শিকার গৃহীনি রিনা খাতুন অভিযোগ করে বলেন,প্রথমে হামলা করে আমার শ্বশুরের দোকান ভাংচুর করে। পরে বাড়ি-ঘরে হামলা করে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নৌকার প্রার্থী হারুন অর রশিদ জানান, আমার নির্বাচনী শোডাউনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এতে আমার সমর্থকরা আহত হয়।
মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয় ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৬ জনকে আটক করে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।