
জানাযায়, উপজেলার রসুলপুর গ্রামের লিটনের মেয়ে সাদিয়া আক্তার লিমু(১৫) প্রেমিক গোলাবাড়িয়া গ্রামের দুলালের ছেলে রানা ওরফে পাঠান(২২)এর সাথে প্রেমের টানে গত (৫ র্মাচ) অজানা উদ্দেশ্যে উধাও হয়।
এ ঘটনায় লিমুর বাবা লিটন বাদী হয়ে রানাসহ তার বাবা, মাকে আসামী করে সাঁথিয়া থানায় একটি অপহরণ মামলা করে। মামলা নং-১৫, তারিখ ১৬/০৩/২০২১ইং। মামলায় দীঘদিন প্রায় ৪ মাস পর সাঁথিয়া থানা পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাঁথিয়া থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোসসহ গত শুকবার (৪ জুন) ভোর রাতে গাজীপুরের কোনাবাড়িয়া থেকে প্রেমিক রানা ওরফে পাঠানকে গ্রেফতার সহ প্রেমিকা লিমুকে উদ্ধার করে।
উল্লেখ্য মেয়ে বাবা লিটন থানায় অভিযোগ দেয়ার পর মেয়েকে পুলিশ উদ্ধার করতে না পায়ায় প্রেমিকের মাকে গত ৮ মাচ ভোরে বাড়ি থেকে জোড়পূর্বক তুলে নিয়ে শারীরিক নিযাতনসহ ধর্ষণ করা হয়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় ধর্ষিতা বাদী হয়ে লিটনকে প্রধান আসামী করে মামলা নং-১১তারিখ ১০/০৩/২০২১ইং। এখবর লেখা পর্যন্ত এ মামলা আসামী গ্রেফতার হয়নি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অপহরণ মামলার মূল আসামী রানা ওরফে পাঠানকে গ্রেফতার অপহরিতা লিমুকে উদ্ধার করা হয়েছে। ##