- সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ গতকাল শনিবার দুপুরে সাঁথিয়ার বনগ্রাম বাজারের ১০টাকা চাঁদা না দেয়ায় করিমন চালককে পিটিয়ে গুরুতর আহত করেছে অবৈধ চাঁদা আদায়কারীরা ।
- এলাকাবাসী সূত্রে জানাযায়, সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানীন বনগ্রাম বাজারে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ করিমন.নছিমন, বিদ্যুৎ চালিত ভ্যান, রিক্সা থেকে জোড় পূর্বকভাবে অবৈধ চাঁদা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকার করলেই চালকদের কপালে জোটে মারপিট। এরই ধারা বাহিকতায় গতকাল শনিবার দুপুরে সাঁথিয়া উপজেলাধীন হাড়িয়াকাহন গ্রামের আব্দুল খালেকের ছেলে করিমন চালক শামীম বনগ্রাম বাজারে পৌছামাত্রই চাদা আদায়কারী আবু সামা ১০ টাকা চাাঁদা দাবী করে। টাকা দিতে দেরি করায় করিমন চালক শামীমকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত শামীমকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##
Post Views: 14