সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিজ বাস ভবণে সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নিজাম উদ্দিনের স্বরণসভায় স্মৃতিচারণ করেন মরহুমের ছেলে সাদিল্লাপুর উপজেলার নিবার্হী অফিসার নবী নেওয়াজ, পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক খান, পাবনা জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ আলমাছ, সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম,সাঁথিয়া মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, ঢাকাস্থ কল্যান সংস্থার সভাপতি মনসুর আলম প্রমুখ। মরহুমের আতœার শান্তি কামণায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আঃ কদ্দুস।##