১৪ই জুলাই, ২০২৫ 🔻 ৩০শে আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী

শেয়ার করুন:

 

  • সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার  আলহাজ¦ নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী ৭ ডিসেম্বর। ছাত্র জীবন থেকেই তার রাজনীতিতে হাতে খড়ি। ১৯৬৯ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী ডিগ্রি কলেজের দু’বার ভিপি নির্বাচিত হন। তখন থেকেই ছাত্রলীগের সক্রীয় সদস্য। ১৯৭১ সালের ২৭মার্চ তার নেতৃত্বে সাঁথিয়ায় সর্ব প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের সময় ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে তিনি সাঁথিয়ায় মুক্তিযোদ্ধাদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নেন। নির্বাচিত হয়ে  তিনি তিনবার  ১৯৮৫,১৯৯০ ও ২০০৯সালে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বড় ছেলে নাজমুস সাদাত বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল হিসেবে ও ছোট ছেলে মোহাঃ নবীনওয়াজ লালমনির হাটের সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্যরা ও সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।##