২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় অবৈধ সুদ ব্যবসায়ীর ৬হাজার ২’শ টাকা জরিমানা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক অভিযান চালিয়ে উপজেলার মনমুথপুর যুব উন্নয়ন সমিতির নামে এলাকার কতিপয় যুবক অধিক (৩০%)সুদে ঋণ বিতরণ করে আসছিল। এ ধরণের খবরে গত শুক্রবার (২৮ মে) দুপুরে গ্রামের অভিযান চালিয়ে ঔ সমিতির সাচ্চ ু(৩০, আজিমুদ্দিন (৫০), শাহাদৎ হোসেন (৪০) ও জায়দুল ইসলাম (৩৫) নামের ৪ সদস্যকে আটক করে। রেজিষ্টারহীন মনমুথপুর যুব উন্নয়ন সমিতি দ্বার করে  অবৈধভাবে ঋণ বিতরণের দায়ে ৬ হাজার ২’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ।##