সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অভিনব কায়দায় ছাগল চুরি করে সিএনজি যোগে পালানের সময় এলাকাবাসী ৩চোরকে আটক করে। পরে ১টি সিএনজি, উদ্ধারকৃত ২টি ছাগল এবং আটককৃত চোরদের থানা পুলিশে সোপর্দ করে। আটককৃত চোরেরা হলো উপজেলার কাশিনাথপুর বাবুপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে জাহাঙ্গীর(৩৮), কুড়িয়াল গ্রামের মৃত হাছেন আলীর ছেলে রাজেম আলী (৪২), আমিনপুর থানর হরিদেবপুর গ্রামের বাছেদের ছেলে হিরা (৩৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলাধীন শহীদনগর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে বিপুল মিয়া গতকাল রবিবার(১৩ ডিসেম্বর) বেলা ১১টার সময় বাড়ির পাশ্বে স মিলের কাছে ৪টি ছাগল ঘাস খাওয়ারো জন্য মাঠে বেধে দেয়। এসময় সঙ্গবদ্ধ চোরেরা ৩টি ছাগল চুরি করে। চুরিকৃত ২টি ছাগল সিএনজিতে তুলে পালানোর সময় এলাকাবাসী হাতে-নাতে ৩ চোরকে আটক করে। এসময় ছাগলের মালিক এসে ২টি ছাগল তার বলে দাবী করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে ১টি ছাগল আর এক চোর নিয়ে গেছে। পরে ১টি সিএনজি, উদ্ধারকৃত ২টি ছাগল এবং আটককৃত চোরদের থানা পুলিশে সোপর্দ করে। এব্যাপারে সাথিয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৩ তারিখ-১৩/১২/২০ইং।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আটককৃতরা পেশাদার চোর। সোমবার (১৪ ডিসেম্বর) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##