সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভার প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, জেলা আ’লীগের সদস্য মোজ্জাম্মেল হক খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ,উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, বাজার বর্ণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ফাতেমা তুষ জান্নাত, আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকতা হেলাল উদ্দিন, সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।##