১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় আকাফের উদ্যােগে মাস্ক বিতরণ

শেয়ার করুন:

রবিবার (১ আগস্ট) পাবনার সাঁথিয়ায় আলহাজ্ব খোদেজা আমিন ফাউন্ডেশন (আকাফ) কর্তৃক গ্রামবাসীদের মাঝে দশ হাজার মাস্ক বিতরণ করা হয় । মহামারি কোভিড-১৯ থেকে গ্রামীন মানুষকে রক্ষার জন্য আকাফ নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়।  

মহামারিকালে মানুষ যাতে খাবারের কষ্ট না পায় সেজন্য আকাফ ইতিপূর্বে নাগডেমরা ইউনিয়নের সেলুন্দা গ্রামের দুঃস্থ অসহায়দের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করে।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। মাস্ক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আকাফ এর উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম। বর্তমানে আকাফের চেয়ারপারসনের দায়িত্বে আছেন ব্যরিষ্টার তাহসিন কামাল তনিমা।