সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ধুলাউড়ি বিট পুলিশিং এর উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনা মূলক প্রচারণা ও ধুলাউড়ি-সাঁথিয়া সড়কে সিসিটিভি স্থাপনের আয়োজন করা হয়।
শনিবার(১২ জুন) দুপুর ১১টায় ধুলাউড়ি মাদরাসা মাঠে ধুলাউড়ি ইউপ চেয়ারম্যান জরিফ আহম্মেদের সভাপতিত্বে ও সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালনায় “আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনা মূলক প্রচারণা সভায়” প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম পিপিএম। বিশেষ অতিরথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আষিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অধ্যক্ষ আনোয়ার হোসেন। আরো বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য আলমাছ, জামে মসজিদের পেশ ইমাম আক্তার হোসেনসাংবাদিক মানিক মিয়া রানা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। পরে প্রধান অতিথি হিসেবে ধুলাউড়ি-সাঁথিয়া সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন শুভ উদ্বোধন করেন। পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম পিপিএম বলেন, সড়কে দুর্ঘটনার যান শনাক্ত, দুস্কৃতকারীদের শনাক্তসহ বিভিন্ন অপরাধ দমনে এ সিসিিিটভি স্থাপন করা হলো। ##