১৬ই জুন, ২০২৫ 🔻 ২রা আষাঢ়, ১৪৩২🔻 ১৯শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যকে সস্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ইউপি সদস্য মোখলেছুর রহমান(৩৫) এক ব্যাক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর ও ঘুঘুদহ মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মোখলেসুর রহমানের সাথে একই গ্রামের বাবু খার ছেলে সবুরের এলাকায় অধিপত্যকে কেন্দ্র করে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার (১২ মে) দিনগত রাতসাড়ে ৮টার দিকে মোখলেছুর রহমান উপজেলার চকপাট্রা গ্রাম শ^শুর বাড়ি থেকে নগদ ১লাখ ৫০হাজার টাকা নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে প্রতিপক্ষ ঘুঘুদহ পশ্চিমপাড়া গ্রামের আলমাছের বাড়ির নিকট পৌছামাত্রই সবুরের নেতৃত্বে ১০/১২জনের একটি দল দেশী তৈরী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মোখলেছুরের উপর হামলা চালায়। হামলাকারীরা মোখলেছুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এবং তার নিকট থেকে রক্ষিত টাকা ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে এলাকার লোকজন আগাইয়া আসে। প্রতিপক্ষরা এসময় নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। আহত মোখলেছুর রহমানকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। আহত মোখলেছুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় সবুরসহ ১২জনের নাম উল্লেখ্য করে অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তোজনা বিরাজ করছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আশিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে সরজমিন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।##