সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন” এই শ্লোগানকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস/২১ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঁথিয়া উপপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল বাতেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। কমিটির সহসভপতি অধ্যাপক আব্দদ দাইন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, কমিটির সাঃ সম্পাদক অধ্যক্ষ আব্দুল ওহাব,। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পেিবশনা ও কবিতা আবৃত্তি করেন সাঁথিয়া শিল্পকলা একেিডমীর শিল্পীবৃন্দ।##