সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলা সিএন্ডবি বাজারের কাচাঁমালের আড়ৎদার আব্দুল বাসারের পিতা আব্দুস সাত্তার(৭৫) বার্ধক্য জনির্ত কারণে নিজবাস ভবণে গত সোমবার (২৪ মে) সকাল ৮.৪৫ মিটিনের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্রাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ,১ মেয়েসহ বহুগুনাগ্রাহী রেখে যান। বাদ যোহর দত্তকান্দি ঈদগা মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।##
Post Views: 12