১৫ই জুন, ২০২৫ 🔻 ১লা আষাঢ়, ১৪৩২🔻 ১৮ই জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিযন আ’লীগ এক বর্ধিত সভার আয়োজন করে। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে গৌরীগ্রাম মাদরাসা মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি নির্বাচনের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আব্দুল লতিফের পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলাসহ ইউনিয়ন আ’লীগের ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদক বৃন্দ। স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মকুল। এসময় বক্তারা নৌকা প্রতিকের প্রার্থীকে আগামী ২৮ নভেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।##