সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে গোসল করতে গিয়ে মামাত্ব বোন মায়শা খাতুন (৮) ও ফুফাত্ব বোন তায়শা খাতুন (৮) নামের ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মায়শা খাতুন উপজেলা বোয়াইলমারী গ্রামের আশিকের মেয়ে আর তায়শা খাতুন পাবনার সুজানগর উপজেলা চর বোয়ালে গ্রামের রেজাউলের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মে) দুপুরে মায়শা ও তায়শা খাতুন বোয়াইলমারী পশ্চিমপাড়া জামে মসজিদের পাশ্বে ইছামতি নদীর পাকা ঘাটে গোসল করতে যায়। গোসল করতে করতে একজন নদীর মধ্যে চেলে গেলে অপরজন উদ্ধার করতে গিয়ে ২জনই নদীতে ডুবে যায়। এসময় তাদের না দেখে খোজাখুজির এক পর্যায়ে ২জনকে ইছামতি নদী থেকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শিশুটির করুণ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু ২টি অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ত্রাণ তহবিল থেকে সৎকাজের জন্য শিশু ২টির পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা আশ্বাস দেন।##