সাঁথিয়া(পাবনা) সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় উপজেলার বনগ্রামে আত্রাইনদীর উপরে ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করা ব্রিজ ও সংযোগ সড়ক উদ্ভোধনের আগেই ধ্বস। মালবাহী ট্রাক উল্টে বসতবাড়িতে। দুটি বাড়ি ঘর ও আসবাবপত্র ভাংচুর। শিশুসহ ঘরে থাকা দুই নারী আহত।
জানাযায়, বানগ্রামের হাটের যানজট মুক্ত করতে হাটের পূর্ব পাশে মহাসড়কের উত্তরে আত্রাইনদীর উপর চলতি অর্থ বছরে ব্রিজ নির্মান করে এলজিইডি। সোমবার সকাল ৯টার দিকে ব্রিজের দক্ষিন পাশের সংযোগ সড়ক ধ্বসে একটি ট্রাক(যার নং পাবনা-ট-১১-০৭১১) বসতবাড়ির উপরে উল্টে যায়। এসময় বিকট শব্দে রোমজান আলী শেখ ও মাজেদা খাতুনের বাড়ির চার চালা টিনের ২টি ঘর ধুমরে মুচরে যায়। নষ্ট হয় আসবাবপত্রসহ ঘর। ঘরে থাকা অসুস্থ মাজেদা খাতুন (৬০) ফেরদৌসী খাতুন (৩৭) ও ফাহিম হোসেন(৮) আহত হয়। এঘটনায় স্থানীয়রা কাজের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠে। তাদের দাবি কাজের প্রথম থেকেই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ করে আসছিলাম। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উত্তর পাশে সড়কের পুতে রাখা পিলার ধ্বসে পড়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ধ্বসের সৃষ্টি হয়েছে। প্রকল্প কাজের ঠিকাদারের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সাঁথিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল হাশেমকে ফোনে পাওয়া যায়নি।
Post Views: 13