২২শে জুন, ২০২৫ 🔻 ৮ই আষাঢ়, ১৪৩২🔻 ২৫শে জিলহজ, ১৪৪৬

সাঁথিয়ায় এ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন:

 

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকালে এ্যাথলেটিক্স কীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা ক্রিড়া অফিসের আয়োজনে উপজেলার ৮টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৬ ইভেন্টে ২০টি প্রতিযোগিতা হয়। ক্রিড়া শেষে বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানর অতিথি সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি পাবনা জেলা ক্রিড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সোনাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম মওলা, আফতাব নগর মাদ্রাসার সুপার আঃ মতিন, আমাদের সময় প্রতিনিধি আবু ইসহাক, আ;লীগ নেতা আঃ ছামাদসহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।