সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এ বছর রসুন বাধাই ব্যবসাযীদের মাথায় হাত, গুনতে হচ্ছে লোকসান। গত শনিবার (১২ ডিসেম্বর) উপজেলার করমজা চতুর হাটে গিয়ে দেখা যায, প্রতি মন রসূন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০টাকা দরে। কয়েকজন রসুন বিক্রেতা জানান, যখন কৃষকরা তাদের ক্ষেত থেকে রসুন তুলে হাট বাজারে আনতে শুরু করে তখন আমরা রসুন প্রতিমণ ১৭শ, থেকে ১৮শ, টাকা দরে বাদাই বা সংগ্রহ করে ছিলাম । এখন ওই রসুন শুখিয়ে দাড়িয়েছে ছাব্বিশ থেকে আঠাশ কেজিতে হচ্ছে।
সানিলা গ্রামের রসুন ব্যবসাযী কালাম প্রামানিক বলেন, বর্তমান হাট বাজারে রসুন ৩৫০ থেকে ৪৫০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে দেখা যায মন প্রতি ১২শ, থেকে ১৩শ’ টাকা লোকসান গুনতে হচ্ছে আমার মত রসুন মজবুত বা বাধাই ব্যবসাযীদের।
তিনি আরো কয়েক বছর যাবৎ রসুন বাঁধাই করে লোকসান গুনতে হচ্ছে। কিন্তু এ বছর লোকসান হচ্ছে বেশি। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বাধাই ব্যবসা করে আসছি অনেক বছর। এবছর রসুনের ব্যবসা করতে গিয়ে ঋণের টাকা শোধ করার মত টাকা আমার নেই। ঋণের টাকা শোধ করতে গেলে ছেলে-মেয়ে স্ত্রী পরিজন নিয়ে পথে বসতে হবে।।##