সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়া থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদš)Í কমল কুমার দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজ্যেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, ইউপি চেয়ারম্যান ওহাব আলী মাস্টার, হোসেন আলী বাগচি, জরিফ আহম্মেদ মাস্টার, হাফিজুর রহমান হাফিজ, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শুশিল কুমার দাস,আ’লীগ নেতা কার্তিক চন্দ্র দাস। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন রেহানা খাতুন, ইউপি সদস্য শাহীন প্রমুখ। বক্তারা তাদের এলাকার চুরি, গরু ডাকাতি ও মাদকসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।