সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগায়োগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধিনে ২০২০-২১ অর্থ বছরের ৪র্থ কোয়াটায়(এপ্রিল-জুন-২০২১) আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমম্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,অধ্যাপক আব্দুদ দাইন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা,ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, জয়নুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, এনজিও প্রতিনিধি আব্দুল লতিফ,শিক্ষক শফিকুল ইসলাম রিপন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার সামিউল আলম। ওরিয়েন্টেশন কর্মশালা উপর গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জান্নাতুস ফেরদৌস বৈশাখী ও মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন।##