২০শে জুলাই, ২০২৫ 🔻 ৫ই শ্রাবণ, ১৪৩২🔻 ২৪শে মহর্‌রম, ১৪৪৭

সাঁথিয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ভ্রাম্যমান আদালত

শেয়ার করুন:

আরিফ খাঁন, বেড়া পাবনাঃ পাবনার সাঁথিয়ায় মাস্ক না পরায় ও মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি ও গণপরিবহনসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ( এসএম জামান আহম্মেদ।  শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টার থেকে ২টা পর্যন্ত   উপজেলার  সিএন্ডবি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন  মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মাস্ক বিহীন দোকানি পথযাত্রী ও চালকদের মাঝে  মাস্ক বিতরণ করা হয় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা প্রশাসন থানা পুলিশের সহযোগিতায় প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্নস্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায়  মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ,ফুটপাত দখলমুক্ত করণ,রাস্তায় খড়সহ যত্রতত্র জিনিসপত্র দ্বারা রাস্তা দখলমুক্ত করণ,ওষুধের দোকানে মেয়াদউত্তীর্ণ ওষধ রাখার অপরাধে সাজা,খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমানা,মুদির দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি করার জন্য জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।