সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি, পাবনার সাঁথিয়ায় করোনা গণটিকা কার্যক্রম শুরু করা হয়েছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী জানান, শনিবার উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে ৬হাজার জনকে করোনা টিকা দেয়া হয়েছে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ছয়জন স্বাস্থ্যকর্মী,নয়জন সেচ্ছাসেবকসহ স্থানীয় ইউপি সদস্যরা টিকাদান কাজে সহায়তা করেন। টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্ক নারী-পুুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান, সুষ্ঠুভাবে করোনা টিকা প্রদানের জন্য উপজেলা করোনা টিকা বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় ইউপি সদস্য ও সেচ্ছাবেকদের সহায়তায় আগেই অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা গ্রহণকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। #
Post Views: 12